এই মুহূর্তে জেলা

ব্যাঁটরায় কোটি টাকা লুঠের ঘটনায় অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার।

হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার ভরদুপুরে হাওড়ার ব্যাঁটরার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা লুঠ করে ভয়াবহ ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বরাহনগরের বিশ্বজিৎ দাস, মহেশতলার ননিগোপাল দাস ও বালির বাসিন্দা শিবরাম চ্যাটার্জিকে গ্রেপ্তার করল ব্যাঁটরা থানার পুলিশ। ডাকাতির পুরো ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে। তবে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র হাতে যে দুষ্কৃতিদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাদের খোঁজে এবং ডাকাতির ঘটনার মুল অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত লুঠের টাকার হদিশ পায়নি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ঘটনাটি ঘটার পর তদন্তে নামে পুলিশ। পরের দিন বুধবার ভোরেই তিন ব্যক্তিকে আটক করে তারা।

তারপর চলে দফায় দফায় জেরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিকেলেই পুলিশ গ্রেফতার করে ৩ জনকে। এরা দালালির কাজ করত। তবে এই দালালরা হাওড়ার যে দুষ্কৃতীকে কাজে লাগিয়েছিল সেই দুষ্কৃতী সহ আরও ৩ জন যারা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে পুরো টাকাই লুঠ করে নিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, জিএসটি ফাঁকি ও কালো টাকাকে সাদা করার জন্য তৈরি হওয়া এই চক্রে বাটপারি করতে গিয়েই ১ কোটি টাকা লুঠ করেছিল দুষ্কৃতীরা। সারা রাজ্যজুড়ে এরকম কোনও চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে যে অ্যাপ নির্ভর গাড়িতে চেপে দুষ্কৃতীরা ব্যাঁটরায় বেলিলিয়াস রোডে যায় সেই গাড়িটির চালককে বুধবারও দিনভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাকে হাওড়া ময়দানের বঙ্গবাসী থেকে ভাড়া করা হয়েছিল।