কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে। দেখতে হবে ওটা কতটা ভয়ঙ্কর। যদি রাজ্যে ছড়িয়ে না পড়ে তাহলে প্রাথমিকে স্কুল খোলার চিন্তাভাবনা করতে হবে। এব্যাপারে শিক্ষা দফতর ও মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করাই যায়। সপ্তাহের বিভিন্ন দিন গুলি ভাগ করে আলাদা আলাদা ভাবে স্কুল খোলার চিন্তাভাবনা চলছে। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ তিনি এও জানিয়েছেন, ‘স্কুলগুলি চালু হয়েছে।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে। ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’