সুদীপ দাস, ৩১ জানুয়ারি:- পানশালা খোলা কিন্তু পাঠশালা বন্ধ। অবিলম্বে পাঠশালা খোলার দাবীতে এবার পথ অবরোধে সামিল হলো বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার দুপুর সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত হয়ে ঘড়ির মোড় অবরোধ করে তাঁরা। ভারতের গনতান্ত্রিক ছাত্র ফেডারেশনের বক্তব্য সারা রাজ্যে পানশাল খোলা অথচ পাঠশালা বন্ধ। সরকারি-বেসরকারী সব অফিস খোলা। কিন্তু স্কুলগুলি বন্ধ থাকায় চরম ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
বিভিন্ন বেসরকারী লার্নিং অ্যাপ এই সুযোগে ফায়দা লুটছে। বহু সাধারন ঘরের ছেলেমেয়েরা মোবাইলের অভাবে অনলাইন ক্লাসও করতে পারছে না। তাই অবিলম্বে মুখোমুখি ক্লাস চালু করার দাবীতে এদিন তাঁরা ঘড়ির মোড়ে মানব বন্ধন সহযোগে পথ অবরোধে সামিল হয়। অবিলম্বে রাজ্যের স্কুলগুলি খোলা না হলে আগামীদিনে এসএফআই বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়।