এই মুহূর্তে জেলা

রাজ্যের শিক্ষাখাতে টাকা মঞ্জুর কেন্দ্রের, চাপানউতর দুই শিবিরের।

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনে রাজ্যকে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। এছাড়া, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, এই অনুমোদন সংক্রান্ত চিঠি রাজ্যের হাতে আজই এসে পৌঁছেছে। আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি পাওয়া যাবে। এর আগে গত বছর নভেম্বর মাসেও সমগ্র শিক্ষা মিশনের অধীনে এই রাজ্যকে ৯৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ফের একবার সেই খাতেই টাকা পাঠাচ্ছে দিল্লি। দিল্লির এই বরাদ্দ ঘোষণা নিয়ে কি খুশি হতে পারবে বঙ্গ বিজেপি?

অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীদের কাছে এটা মোটেই সুখকর বিষয় নয়। নিয়োগ দুর্নীতি সামনে আসার পরই সেটাকে হাতিয়ার করে কেন্দ্রকে চিঠি লিখে টাকা না দেওয়ার আর্জি জানিয়েছিলেন বলে দাবি করেন অনেক বিজেপি নেতাই। বিরোধী দলনেতা তো প্রকাশ্যেই বলেছিলেন এই চিঠি দেওয়ার কথা। তা নিয়ে মমতাও নাম না নিয়ে পাল্টা সমালোচনা করে বলেছিলেন,‘কেউ কেউ বাংলার খেয়ে বাংলারই সমালোচনা করেন।’ সেই নিয়ে দুই শিবিরের চাপানউতোর চলছেই। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু সেই আবহের মধ্যেই বিগত কয়েকদিনে বেশ কয়েকটি খাতে মমতা সরকারকে টাকা পাঠিয়েছে দিল্লি।