এই মুহূর্তে জেলা

জগাছা-কান্ডে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত।

হাওড়া, ৩১ জানুয়ারি:- ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল হাওড়ার জগাছা থানার উনসানি এলাকায়। জমির মালিক দলবল এনে বুলডোজার জেসিবি মেশিন দিয়ে ঘর ভাঙতে আসে। তখনই বচসা শুরু হয়। এলাকার লোকের অভিযোগ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর লোকজন নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করে জমির মালিক। এরপরই উত্তেজনা বেড়ে যায়। বেশ কয়েকজনকে বন্দুকের বাট দিয়ে মারধর করে  দুষ্কৃতীরা। এরপরই উত্তেজিত এলাকাবাসী বুলডোজারে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় গ্রেফতার হলেন অন্যতম মূল অভিযুক্ত।

সোমবার ভোরে হাওড়ার উনসানি সানাপাড়া এলাকা থেকে শেখ সরমিন ওরফে রাজা নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে জগাছার উনসানি এলাকায় ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।জমির মালিক স্বশস্ত্র দুস্কৃতি এনে বুলডোজার দিয়ে পাঁচটি বাড়ি ভেঙে দেয়। অভিযোগ, হামলার নেতৃত্ব দিয়েছিলেন শেখ সরমিন। ভাঙচুরের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সরমিনের ছবি ধরা পড়ে। ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত জনতা বুকডোজারে আগুন ধরিয়ে দেয়। সেদিন থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সরমিনকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা করে সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাচ্ছে পুলিশ।পাশাপাশি, জমির মালিক সফিউল্লা দর্জির সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।