এই মুহূর্তে জেলা

গোয়ায় তৃণমূলের ইস্তেহার প্রকাশকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ দিলীপের।

সুদীপ দাস, ৩০ জানুয়ারি:- গতকালই গোয়ার বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় তৃণমূলের ইস্তেহার প্রকাশকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করলেন বিজেপি। রবিবার চন্দননগরে প্রাতঃভ্রমন করতে বেড়িয়ে দিলীপবাবু বলেন গোয়াতে ওদের লোকই নেই সেখানে আবার ইস্তেহার প্রকাশ। পাশাপাশি গতকাল রাতে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতা খুন হওয়া নিয়ে দিলীপবাবু বলেন খুন সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। অন্যদিকে হুগলীর বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগের বেসুরো হওয়া নিয়ে তিনি বলেন উনি প্রদেশ নেতা ওঁনার দলের অনুষ্ঠানের খোঁজ নেওয়া উচিত। পাশাপাশি তৃণমূল নেতাদের সাথে একই অনুষ্ঠানে সুবীরবাবুর থাকা প্রসঙ্গে বলেন আমন্ত্রন তো জানানোই হয়ে গেছে। এখন ওঁনার ব্যাপার কি করবেন। উনি গরু-বাঁছুর নয় যে ওঁনাকে বেঁধে রাখতে হবে।