এই মুহূর্তে খেলাধুলা

অজিভূমে টিম ইন্ডিয়ার নয়া সফরসূচি ঘোষণা, পিঙ্ক বলেই শুরু টেস্ট সিরিজ।

স্পোর্টস ডেস্ক , ৭ অক্টোবর:- আইপিএলের (IPL) একেবারে পরপরই অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। অজিদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দু’মাসেরও বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচি প্রায় চূড়ান্ত। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের সরকারের অনুমতি পেলেই তা ঘোষণা করে দেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট দিয়ে শুরু হবে দু’দেশের মধ্যেকার টেস্ট সিরিজ। এই প্রথম বিদেশের মাটিতে গোলাপি টেস্ট খেলবে ভারত।

২৬ ডিসেম্বর যথারীতি দিনরাতের টেস্ট শুরু হবে মেলবোর্নে। তৃতীয় টেস্ট সিডনি (৭ জানুয়ারি) এবং শেষ টেস্ট ব্রিসবনে (১৫ জানুয়ারি)। তবে, এই দীর্ঘ টেস্ট সিরিজের আগেই সাদা বলের দুই সিরিজ সেরে নেবে দু’দেশ। ২৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আয়োজিত হবে ওয়ানডে সিরিজ, টি-২০ সিরিজ আয়োজিত হবে ৪-৮ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষে গোলাপি বলের একটি অনুশীলন ম্যাচও খেলবে ভারত। প্রাথমিকভাবে সূচিতে দুই বোর্ড সম্মত হলেও অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলি এখনও এই সিরিজের অনুমতি দেয়নি।