এই মুহূর্তে কলকাতা

স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়ালো রাজ্য।

কলকাতা, ২৯ জানুয়ারি:- স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পত্তি কিনতে গেলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে দুই শতাংশ। শনিবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে সরকার জানিয়েছিল, স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতবছর জানা যায়, কোভিড অতিমারীর জন্য সম্পত্তির ক্রয়বিক্রয় কমে গিয়েছে।

এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হবে। প্রথমে অক্টোবর মাস পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছিল। পরে ছাড়ের সময়সীমা বাড়ানো হয়। এদিন ছাড়ের সময়সীমা বাড়ানো হল আরও দু’মাস। সূত্রের খবর, এই ছাড় দেওয়া শুরু হওয়ার পরে বাড়ি, ফ্ল্যাট কেনাবেচা কিছু পরিমাণে বেড়েছে। সেজন্য আবাসন শিল্প রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল, ছাড়ের সময়সীমা বাড়ানো হোক।