এই মুহূর্তে জেলা

মোটর বাইক চালাতে গিয়ে লড়ির সঙ্গে সংঘর্ষ , অল্পের জন্য প্রাণে বাঁচলেন মদন।

উঃ২৪পরগনা, ২৮ জানুয়ারি:- কামারহাটির বিধায়ক মদন মিত্র বাইক চালিয়ে বেলঘড়িয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলা আসছিলেন সেইসময় বেলঘরিয়া রথতলা সামনে আস্তে উল্টোদিক থেকে আসা লরির সাথে সংঘর্ষে হয় তাতে আহত হন বিধায়ক মদন মিত্র। যদিও আঘাত গুরুতর না হওয়ায় এই মুহূর্তে তিনি সুস্থ আছেন এমনটাই জানালেন মদন মিত্র নিজেই।