এই মুহূর্তে জেলা

পুর প্রশাসকমন্ডলীর সদস্যরাই ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন।


হাওড়া, ১ সেপ্টেম্বর:- মঙ্গলবারই বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই এদিন বুধবার বালি, বেলুড়, ঘুসুড়ি, সালকিয়ার রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা৷ এদিন প্রশাসকমন্ডলীর অন্যতম তিন সদস্য রিওয়াজ আহমেদ, মঞ্জিৎ র‍্যাফেল ও রাইচরণ মান্না পুরনিগমের নিকাশি বিভাগের পুর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা প্রথমেই যান হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া এলাকায় ৯ নং ওয়ার্ডে। সেখান থেকে ৭ ও ৮ নং ওয়ার্ড এবং সালকিয়ার ৬নং ওয়ার্ডেও যান তাঁরা। রাস্তায় জলে নেমে নিকাশি ইঞ্জিনিয়ারদের সঙ্গে জমা জলের পরিস্থিতি পর্যালোচনা করেন তাঁরা। অতিরিক্ত পাম্প চালিয়ে জমা জল বের করা নিয়েও আলোচনা হয়।