এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় আরো সক্রিয় হলো উত্তরপাড়া পুরসভা।


হুগলি,১৫ এপ্রিল:- আজ সকালে পুরসভার উদ্যোগে নাগরিকদের বাড়িতে গিয়ে র‍্যান্ডম পরীক্ষা করেন,কারো জ্বর আছে কিনা তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারো কাশি গলাব্যাথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন।কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কথাও বলা হয়।উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং। পুরসভার মেডিকেল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়িতে ঘুরে করা হচ্ছে।স্বাস্থ্যকর্মিরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন।তা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারনে বাইরে না বেরোতে বলেন।খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন।চেয়ারম্যান জানান,পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে।যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে।এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে।এই কাজের জন্য স্বাস্থ্য কর্মিদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে।অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না।সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন। থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে।ভয়ও দূর হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.