হুগলি, ১৩ অক্টোবর:- রাত পোহালেই মহলয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। তার আগের রাতে শহরের নিরাপত্তা দেখতে বাইক নিয়ে টহলে বেরোলেন খোদ পুলিশ কমিশনার। চুঁচুড়া শহরের পুজো মন্ডপ গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পাশাপাশি নিরাপত্তায় নজরদারীও চালান। পুজোর শেষ মুহুর্তের কেনাকাটা চলছে। পোষাকের দোকান থেকে জুতোর দোকান শমিং মল গুলোতে উপচে পরা ভীর। এই সময় কোনো অপরাধ যাতে সংগঠিত না হয় সেদিকে দৃষ্টি রাখছে পুলিশ।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সহ পুলিশ ও ট্রাফিক পুলিশ আধিকারীকদের নিয়ে বাইকে টহল দিতে বের হন। চুঁচুড়া ঘরির মোর থেকে শুরু করে, আখনবাজার, খরুয়া বাজার, তোলাফটক, তালডাঙা, খাদিনামোর, রবীন্দ্রনগর, পিয়ারাবাগান, পীরতলা, কারবালা মোর, হুগলি মোর হয়ে ব্যান্ডেলের পুজো গুলো পরিদর্শন করেন পুলিশ কম…