সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- বৃহস্পতিবার চন্দননগরের ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন পশ্চিমবঙ্গে মাওবাদীদের আবার তাদের মাও স্রোতে ফের ফিরিয়ে আনছে তৃণমূল।
পুরুলিয়ায় ফিরে আসছি মাওবাদী পোস্টার এবং গিরিডি তে রেললাইন উড়িয়ে দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন এর প্রধান কারণ হচ্ছে তৃণমূলের অত্যাচার ও তোলাবাজি ও বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর অত্যাচারের ফলে তারা অনেক সময় সহিংস পথ বেছে নিচ্ছেন। পাশাপাশি বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ তুলে পিকনিক করা নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন যে কেউ পিকনিক করতে পারে। আমাকে ডাকলে আমিও যেতাম।