এই মুহূর্তে জেলা

পুলিশের আচরণ নিয়ে কমিশনারকে ব্যবস্থা নিতে বলব জানালেন মন্ত্রী।

হাওড়া, ২৫ জানুয়ারি:- এক যুবককে প্রকাশ্যে রাস্তায় মারতে মারতে হাওড়া কোর্ট লক আপে নিয়ে যাবার ছবি ধরা পড়লো ক্যামেরায়। যা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, যারা এমন কাজ করেছে তারা খুবই অন্যায় কাজ করেছেন।

যদি কেউ অন্যায় করতেন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে যদি মারধর করা হয়ে থাকে তা অত্যন্ত অন্যায়। এটা করা উচিত নয়। এ ব্যাপারে পুলিশ কমিশনারকে বলা বলবেন যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ কাজ করা উচিত হয়নি।