হুগলী, ২৫ জানুয়ারি:- করোনার অতিমারী সময়কালে বারবার মানুষকে সচেতন থাকার কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন জনবহুল এলাকা বাজার , স্টেশনে চলছে পুলিশের অভিযান ও নজরদারি। ২৬ শে জানুয়ারীর প্রাক্কালে হুগলীর শ্রীরামপুর স্টেশনে চত্ত্বর টিকিট কাউন্টার সব জায়গাতেই অভিযান পুলিশের । উপস্থিত ছিলেন শ্রীরামপুর এর এসসিপি ২ শুভতোষ সরকার। মাস্ক বিহীন অবস্থায় যারা আসা যাওয়া করছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে। সেই সতর্ক করতে গিয়েই তৈরী হল অশান্তি কর পরিস্থিতি। মাস্ক বিহীন এক যুবককে কেন মাস্ক পরেননি জিজ্ঞাসা করতেই তিনি বচসা শুরু করে দেন পুলিশ আধিকারিকদের সাথে। ক্রমশ ভীড় বাড়তে শুরু করে।
এসিপি ২ তিনি এগিয়ে এসে যুবককে জিজ্ঞাসা করতেই তিনি চড়াও হন এসিপি ২ এর উপরেও। গায়ে হাত এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বছর ২৫ এর যুবক। পুলিশের সাথে এধরনের ব্যবহার দেখে অনেকেই থমকে যান। অবশেষে স্টেশন চত্ত্বর থেকে ওই যুবককে আটক করে নিয়ে আসা হয় শ্রীরামপুর থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যুবকের নাম কৃষ্ণা মিশ্র (২৫)। হুগলীর কোন্নগর এলাকার বাসিন্দা। আগ্ৰাতে এয়ারফোর্স এ কর্মরত। পুলিশকে হেনস্থার অভিযোগে যুবককে গ্ৰেপ্তার করে পেশ করা হয় শ্রীরামপুর আদালতে। বিচারক সাতদিনের জেল হেফাজত এর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এয়ারফোর্স এ কর্মরত যুবকের পুলিশের সাথে এ হেন আচরণ কেন সেটাই প্রশ্ন !