এই মুহূর্তে কলকাতা

পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আগামিকাল বাংলায় পা রাখতে চলেছেন।

কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নজীরবিহীন ভাবে বাংলায় ৮ দফায় ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র এরাজ্যের জন্য কমিশন ২জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এদেরই একজন বিবেক দুবে আগামিকাল বাংলায় পা রাখতে চলেছেন। এর আগেও তিনি গত লোকসভা নির্বাচনে বাংলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন। এবারও ভোটের বহু আগে তিনি দ্বিতীয়বার রাজ্যে পা রাখতে চলেছেন পুলিশ পর্যবেক্ষক হিসাবেই। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তিনি কলকাতায় পৌঁছাতে পারেন।

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশমতো দ্রুতই রাজ্যের দায়িত্ব বুঝে নিতে চান বিবেক দুবে। বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন এলাকার সাম্প্রতিকতম পরিস্থিতি বুঝে নিতে সোমবার থেকেই কাজে নেমে পড়তে চান তিনি। একই সঙ্গে কমিশনের তরফ থেকেও জানানো হয়েছে, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সমন্বয়ের ভারও নেবেন তিনি। তাই রাজ্যের প্রশাসনিক স্তরের কিছু আধিকারিকদের সঙ্গে তাঁর একটি বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। মূলত নির্বাচনের লক্ষ্যে বাংলায় আসা কেন্দ্রীয় বাহিনী কোথায় কীভাবে মোতায়েন করা হবে, রাজ্য পুলিশের সঙ্গে তাঁরা কীভাবে সমন্বয় সাধন রেখে কাজ করবেন সেই বিষয়টিও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বিবেক দুবে বাঁকুড়া যাবেন। মঙ্গলবার থেকেই তার সঙ্গে যোগ দেবেন আরেক পুলিশ পর্যবেক্ষক অজয় ভি নায়েক।