এই মুহূর্তে জেলা

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো বিজেপি।

হাওড়া, ১৭ ডিসেম্বর:- ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অদম্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করতে গিয়ে যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছিলেন, সেই ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের সম্মানে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিজয় পর্ব হিসাবে পালন করা হয় হাওড়ায়। ওই ঐতিহাসিক বিজয় উপলক্ষে বীর শহীদ সৈন্যদের স্মরণে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্থল হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শ্রদ্ধা জানানো হয় বিজেপি হাওড়া মন্ডল-৩ এর তরফ থেকে। শ্রদ্ধাঞ্জলিস্থলে ভারতের গোয়েন্দা বিভাগ এবং সামরিক বাহিনী কীভাবে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করার জন্য একটি যৌথ অভিযান চালিয়েছিল

এবং দক্ষিণ এশিয়ায় ভারত একটি নির্ধারক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল সে সম্পর্কে বক্তব্য রাখা হয়। অবসরপ্রাপ্ত জওয়ান অমলেন্দু চক্রবর্তী, কমল কুমার দুবে, হাওড়া জেলা সদরের বিজেপির আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, বিজেপি নেতা উমেশ রাই, মন্ডল সভাপতি বদ্রীনারায়ণ সিং, মণ্ডলের মহাসচিব সুধীর সিং প্রমুখ নেতৃবৃন্দ এদিন উপস্থিত ছিলেন। এই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রথম সিডিএস প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।