এই মুহূর্তে জেলা

শীতের পোশাক কিনতে শ্রীরামপুরে গিয়ে নিখোঁজ শিশু সহ বালির দুই গৃহবধূ।

হাওড়া, ১৭ ডিসেম্বর:- শীতের মার্কেটিং করতে গিয়ে সাত বছরের এক শিশু সহ নিখোঁজ হয়ে গেলেন দুই গৃহবধূ। বুধবার ১৫ ডিসেম্বর বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনন্যা কর্মকার (বড় বউ ), রিয়া কর্মকার (ছোট বউ) এবং বাড়ির একমাত্র ছোট সদস্য আয়ুষ কর্মকার (ছোট বউয়ের ছেলে) শীতের মার্কেটিং এর জন্য শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন বাড়ি থেকে। সেদিনই দুপুর তিনটের পর থেকে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। এরপর থেকেই তাঁদের মোবাইল ফোন সুইচড অফ বলতে থাকে এমনটাই দাবি পরিবারের। স্থানীয় নিশ্চিন্দা থানায় একই পরিবারের তিন সদস্যের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে এদের লাস্ট লোকেশন শ্রীরামপুরে পাওয়া গেছে গত ১৫ তারিখ পর্যন্ত। উদ্বিগ্ন পরিবার কার্যত দিশেহারা বোধ করছেন এই ঘটনায়। যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাইছেন তাঁদের সদস্যদের।