এই মুহূর্তে জেলা

বিজেপির “সিঙ্গুর চলো”-তে পুলিশি বাধা, লন্ডভন্ড কুরুক্ষেত্র হবে; হুঙ্কার সায়ন্তনের!

সুদীপ দাস, ১২ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও এর ডাকে আগামী মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী বিজেপির সিঙ্গুর চলো অভিযানে বাঁধা পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য রাজ্য নেতা সায়ন্তন বসুর হুঙ্কার পুলিশ আটকাতে কুরুক্ষেত্র হবে। রবিবার দুপুর থেকেই টানটান উত্তেজনা দূর্গাপুর হাইওয়ে সংলগ্ন সিঙ্গুরের গোপালনগর এলাকা। আগামি মঙ্গলবার থেকে এই এলাকায় বিজেপির কিষান মোর্চার ডাকে আয়োজিত অবস্থানে রবিবার শুরু হয় মঞ্চ বাঁধার কাজ। কিন্তু শুরুতেই বাধা দেয় সিঙ্গুর থানার পুলিশ।

এদিন মঞ্চ বাঁধার কাজ দেখতে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। পুলিশের সাথে দীর্ঘক্ষন আলোচনা হলেও সমাধান সূত্র বেড়িয়ে আসেনি। পুলিশ সূত্রে খবর ওই এলাকা ন্যাশনাল হাইওয়ে -২ অথরিটির হাতে। সুতরাং এনএইচ-২-এর অনুমতি দেখালেই পুলিশ সেই অনুমতিতে সিলমোহর দিতে পারে শুধুমাত্র। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই অনুমতি না দেখাতে পারায় সেখানে মঞ্চ করতে দেওয়া যাবে না বলে সুত্রের খবর।

যদিও সায়ন্তন বসুর বক্তব্য আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে চিঠি দিয়েছি। এখন পুলিশ ইচ্ছা করেই বাঁধা দিচ্ছে। পুলিশ যদি সত্যিই আমাদের কর্মসুচি করতে না দেয় তাহলে সিঙ্গুরে কুরুক্ষেত্র হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের কাছ থেকে বিজেপির কর্মসূচীর অনুমতি মেলেনি।