হাওড়া, ১২ ডিসেম্বর:- সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় নয় মাস পর মানসিক প্রতিবন্ধী শংকরকে সুস্থ করে নিজের বাড়িতে ফেরাল হাওড়ার এক মুসলিম পরিবার। বন্ধুত্ব, সম্পর্ক, মানবিকতা যে কোনও বেড়াজাল মানে না, ধর্ম মানে না তাই আবারও প্রমাণিত হলো হাওড়ার বি গার্ডেন থানা এলাকার কলেজ ঘাট রোডে। টানা নয় মাস ভিন ধর্মের এক যুবককে আশ্রয় দিয়ে অবশেষে তাকে পরিবারের হাতে ফিরিয়ে দিল এক মুসলিম পরিবার। যা মানবিক নজির বলেই মনে করছেন সকলে। জানা গিয়েছে, প্রায় বছর খানেক আগে নেপালের বাসিন্দা শংকর বল ভকত কোনও কারণে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন এখানে।
মানসিক প্রতিবন্ধী ওই যুবক এখানে মহম্মদের চায়ের দোকানে ঠাঁই পান। এরপর দীর্ঘ চিকিৎসা এবং ওই দোকানে কাজ করার সুবাদে শংকর ক্রমশ মহম্মদের পরিবারের একজন কাছের মানুষ হয়ে ওঠেন। মহম্মদের পরিবারের সদস্যদের সঙ্গী হয়ে ওঠেন শংকর। এরপর সোস্যাল মিডিয়ায় মাধ্যমে এক ছাত্রের মারফত শংকরের পরিবার জানতে পারেন শংকর কোথায় আছেন। শনিবার শংকরকে তাঁর পরিবারের হাতে তুলে দেন মহম্মদের পরিবারের লোকজন। মহম্মদের পরিবারের এই মানবিকতায় খুশি শংকরের পরিবারও।