এই মুহূর্তে জেলা

হাওড়ার মন্দিরে স্বচ্ছ ভারত কর্মসূচি বিজেপির।

হাওড়া, ১২ ডিসেম্বর:- হাওড়ার মন্দিরে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করলো বিজেপি। রবিবার হাওড়া সদর বিজেপির আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে “দিব্য কাশী ভব্য কাশী” কার্যক্রমে দেশপ্রাণ শাসমল রোডের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সামনে ও শীতলা মন্দিরে এবং শিব মন্দিরে “স্বচ্ছ ভারত” কর্মসূচি পালন করা হয়। দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচির হাওড়া সদর বিজেপি প্রমুখ নবকুমার দে (সাধারণ সম্পাদক), এবং সহ প্রমুখ অজয় মান্না (সম্পাদক) ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধামের শুভ দ্বার উদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে হাওড়াতেও। ওইদিন জেলাস্তরে প্রতিটি মন্ডলের তরফ থেকে শিবমন্দিরে পুজোর আয়োজন করা হবে। তবে বিজেপির দলীয় ব্যানারে নয়, এই অনুষ্ঠান সামাজিক কর্মসূচি হিসেবেই পালন করবেন তাঁরা।