এই মুহূর্তে কলকাতা

সাতসকালেই মেয়েকে নিয়ে প্রচার শুরু ফিরহাদের।


কলকাতা, ২৮ নভেম্বর:- সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজন। সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাদের কাছের মানুষ কাজের মানুষ প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ করলেন। এদিন প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ নতুন মুখ কে সামনে এনেছেন।

তরুণ সমাজ ই দেশের ও জাতির ভবিষ্যৎ। আগামী দিনে তাদের হাতেই থাকবে কলকাতা পুরসভার চালানোর দায়িত্ব। আমাদের বয়স হয়ে গেছে আমরা আমাদের অভিজ্ঞতা বিয়ে তরুণদের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে একদিকে যেমন কলকাতা পুরসভা চালাবো অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে পুরসভা কিভাবে চালাতে হয় তা শেখাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য। আমরা সারা জীবন পদ আঁকড়ে পড়ে থাকবো না বলেও জানান তিনি।