এই মুহূর্তে জেলা

অ্যাথলেটিক্সে পাঁচটি বিভাগেই সোনা জিতে তাক লাগালো সিঙ্গুর থানার হোমগার্ড বুল্টি।


হুগলি, ২১ ফেব্রুয়ারি:- লড়াই সংগ্রামের এক নাম তারকেশ্বরের বুল্টি রায়। তারকেশ্বর পৌরসভার ১০নং ওয়ার্ডের জয়কৃষ্ণ বাজার এলাকায় বাস করেন বুল্টি। সম্প্রতি কোলকাতার সল্টলেকে অনুষ্ঠিত মাস্টার এথেলেটিক অফ্ ইন্ডিয়া টুর্নামেন্টে ৫টি বিভাগে সোনা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বুল্টি। ৬ বছর বয়স থেকে এ্যাথলেটিক্সকে স্বপ্ন করে এগিয়ে চলেছে বুল্টি। খেতমজুর পরিবার থেকে উঠে আসা বুল্টি দুই সন্তানের মা। ট্রেনের এক হকারের সাথে তার বিয়ে হয়েছে। সম্প্রতি চুক্তিভিত্তিক হোমগার্ড হিসেবে কাজ করছে সিঙ্গুর থানায়। বুল্টির এই সাফল্যে সিঙ্গুর থানা গৌরবান্বিত। বুল্টির আগামীদিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে সিঙ্গুর থানা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

দিনমজুর স্বামী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ণ বাড়িতে কষ্টে বাস করে বুল্টি। বাড়িতে তার ঝুলিতে রয়েছে অগুনতি পদক ও মাণপত্র। সংসার ও পুলিশের চাকরী সামলে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি। টাকার অভাবে পুষ্টিকর খাওয়াও জোটে না বুল্টির। ২০২২ সালে মুম্বাইয়ের নাসিকে সেকেন্ড ন্যাশনাল ভেটারেন্স স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৫টি তে গোল্ড ও রাজ্যের সল্টলেকে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল এথেলেটিক অ্যাসোশিয়েশনে সোনা অর্জন করেছিলো বুল্টি। আগামীদিনে এশিয়ান গেমস্ ও ইন্টারন্যাশনাল অলিম্পিকে সোনা আনার লক্ষ্যে ছুটে চলেছে বুল্টি।