এই মুহূর্তে জেলা

শিক্ষকের স্মরণে রক্তদান হাওড়ায়।

হাওড়া, ২৮ নভেম্বর:- এলাকার জনপ্রিয় ‘মাস্টারমশাই’ এর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হলো হাওড়ায়। সালকিয়া চক্রের আহ্বানে রবিবার সকালে সালকিয়ায় ওই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রিয় শিক্ষক প্রয়াত নিতাই বসু’কে স্মরণ করে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে সালকিয়া বিজ্ঞান মঞ্চ সালকিয়া বিজ্ঞান চক্রের উদ্যোগে এদিন সকালে সালকিয়া শিল্পাশ্রম বিদ্যালয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষক নিতাই বসুর স্ত্রী অলোকা বসু, পুত্র শ্রীনিবাস বসু, সংগঠনের সভাপতি ডাঃ স্বাগত মুখোপাধ্যায় প্রমুখ।