সুদীপ দাস, ২৭ নভেম্বর:- বন্ধুর সাথে বড়দের ন্যায় চ্যাট। মায়ের কাছে হাতেনাতে ধরা পরে ভয়ে পলাতক নবম শ্রেনীর ছাত্র। ছেলের খোঁজে দিশাহারা মা-বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়ার আমরতলা লেন এলাকার। ওই এলাকায় সরকারী আবাসনের বাসিন্দা পেশায় পূর্ত দপ্তরের কর্মী নির্মল চন্দ্র দাস ও গৃহবধু রুবী দাসের একমাত্র পুত্র শুভদীপ দাস (১৪)। শুভদীপ হুগলী ব্রাঞ্চ গভঃ স্কুলের নবম শ্রেনীর ছাত্র। অত্যন্ত মেধাবী শুভদীপ ব্রাঞ্চের ফার্স্ট বয়। দিন দু’য়েক আগে শুভদীপের মা ছেলের এক ক্লাসমেটের সাথে অভব্য কথোপকথন শুনতে পান। শুক্রবার সন্ধ্যায় শুভদীপের ফোনে হোয়াটঅ্যাপ চ্যাটে সেই ক্লাসমেটের আমন্ত্রনে সাড়া দেন রুবীদেবি। ক্লাসমেট শুভদীপ ভেবে শুভদীপের মায়ের সাথে চ্যাট করা শুরু করে।
যেই চ্যাটের পুরোটাই ছিলো প্রাপ্তবয়স্ক দুই বন্ধুর মত। পরে শুভদীপ ঘরে ঢুকে বিষয়টি জানতে পেরেই ক্লাসমেটকে জানায়। এরপরই শুভদীপের ফোন হাতে নিয়ে রবীদেবী বলেন আমি তোর ক্লাসমেটের বাড়িতে যাচ্ছি। এই বলে রুবীদেবী ছেলের ফোন হাতে বেড়িয়ে যান। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় নেপাল চৌধুরী বাগানের বাসিন্দা ওই বন্ধুর বাড়িতে গিয়ে রবীদেবী বিষয়টি জানিয়ে ঘরে ফেরেন। কিন্তু বাড়িতে এসে দেখেন শুভদীপ ঘরে নেই। এরপর থেকে বহু খোঁজাখুজি করেও শুভদীপের কোন খোঁজ মেলেনি। চুঁচুড়া থানায় অভিযোগ জানান শুভদীপের বাবা নির্মল দাস। ছেলের খোঁজে এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা-মা।