এই মুহূর্তে জেলা

কেন্দ্রের কৃষি আইন বাতিলের সিদ্ধান্তে বিজয় উল্লাস কৃষক সহ বিরোধীদের।

সুদীপ দাস, ১৯ নভেম্বর:- অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। শুক্রবার সকাল ৯টা নাগাদ গুরু নানকের জন্মদিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী ভাষন দিতে গিয়ে বিতর্কিত ৩কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষনা করেন। এরপরই দেশজুড়ে রিতীমত বিজয়োল্লাস শুরু হয়ে যায় কৃষক সহ বিরোধীদের। যার ছাঁয়া হুগলী জেলাতেও। এদিন জেলার সদর শহর চুঁচুড়ার ১৩ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর জয়দেব অধিকারী তৃণমূল কর্মীদের নিয়ে বিজয় মিছিল করেন। কপালে গামছা পেচিয়ে কোদাল-লাঙল নিয়ে সেই মিছিলে অংশগ্রহন করেন তৃণমূল কর্মীরা। রাস্তায় সবুজ আবীর উড়িয়ে কৃষকদের জয়ের আনন্দে নিজেরা গা ভাসান। জয়দেব অধিকারী বলেন কৃষকদের এই আন্দোলনকে তৃণমূল সুপ্রিমো প্রথম থেকেই সমর্থন করেছিল। আজ কৃষকদের জয়ের পাশাপাশি মোদি সরকারের হার হয়েছে। আমরা অত্যন্ত খুশি।