এই মুহূর্তে জেলা

আইনজীবি আক্রান্তের ঘটনায় এখনও দোষীরা গ্রেপ্তার না করার প্রতিবাদে চুঁচুড়া কোর্টে কর্মবিরতি।

সুদীপ দাস, ১৮ নভেম্বর:- বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। মারধর আইনজীবিকে। থানায় অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। প্রতিবাদে আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত আইনজীবিদের। ঘটনাটি চুঁচুড়া আদালতের। আইনজীবি সূত্রে খবর এই আদালতের আইনজীবি দিলীপ সাহা দুর্গাপুজোর দশমীর রাতে মগরা থানা এলাকায় নিজের বাড়ির সামনে বোমাবাজির প্রতিবাদ জানিয়েছিলেন। যার জেরে ওই যুবকদের হাতে প্রহৃত হন তিনি। ঘটনার পর মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগ আজ অবধি এই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। অবশেষে আইনজীবির আক্রান্ত হওয়ার ঘটনায় চুঁচুড়া আদালতের সমস্ত আইনজীবি একত্রিত হয়ে একদিনের কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন। সেইমত বৃহস্পতিবার আদালতে এলেও কোন আইনজীবি বিচার ব্যাবস্থার সাথে যুক্ত কোন কাজই করলেন না। আইনজীবি নিগ্রহের ঘটনায় অবিলম্বে পুলিশ ব্যাবস্থা না নিলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।