এই মুহূর্তে জেলা

শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে রেলগেটের বেহাল দশা , প্রতিবাদে আন্দোলনে তৃণমূল।

হুগলী,১৮ জানুয়ারি:- রেলের অধীন শেওড়াফুলি তারকেশ্বর লাইনের ৪ নম্বর রেল গেটের রাস্তার বেহালদশা। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত। অভিযোগ নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। রাস্তার বেহালদশা, অবিলম্বে রাস্তা সারাইয়ের প্রতিবাদে শেওড়াফুলি ৪ নম্বর রেল গেটের সামনে বিক্ষোভ তৃনমূল কর্মীদের। তৃনমূল নেতা কর্মীরা মঙ্গলবার সকালে নিজেরাই রাস্তায় ছোট ইট, বালি ফেলে রাস্তার গর্ত বুঝিয়ে প্রতিবাদ করে। বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ বলেন তিন চার মাস ধরে রাস্তার বেহালদশা।

রাস্তার মেরামতির কাজ করে রেল। পৌরসভার জায়গা নয়। সেইজন্য আমরা ঠিক করতে পারছি না। কারন রেলের জায়গা বলে। নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। মানুষ সমস্যায় পড়ছে। মানুষতো জানে না কোনটা রেলের জায়গা কোনটা পৌরসভার জায়গা। তৃনমূল সরকারের বদনাম করার জন্য এইসব করছে। আমাদের রাস্তায় উপর দিয়ে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। আতঙ্ক নিয়ে বাইক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষ রাস্তাটির উপর নজর দিক। তা না হলে দূর্ঘটনা বাড়বে।