এই মুহূর্তে জেলা

সিভিক দাদাদের হাতে মার, থানার সামনেই লুটিয়ে পড়লেন তরুনী।

সুদীপ দাস, ৫ জানুয়ারি:- সিভিক দাদাদের হাতে মার খেয়ে থানার সামনেই লুটিয়ে পড়লেন তরুনী। এরপরই বছর কুড়ির ওই তরুনীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার বুড়োশিবতলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চুঁচুড়ার বুড়োশিবতলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছে সূর্য নারায়ণ কুম্ভার ও রাজ কুমার কুম্ভার নামে দুই ভাইয়ের। জমি সংক্রান্ত মামলাও চলছে আদালতে। যার জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তি চলছে। অভিযোগ বৃহস্পতিবার দুপুরে সূর্য নারায়ন সহ তাঁর দুই ছেলে পেশায় চুঁচুড়া থানার সিভিক ভলান্টিয়ার রাজেশ কুমার কুম্ভার এবং রমেশ কুমার কুম্ভার, রাজ কুমারের স্ত্রী ও কন্যা যথাক্রমে মায়াদেবী ও তনু কুমারীর উপর চড়াও হন বলে অভিযোগ।

দু’জনকেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন রাজ কুমার। তড়িঘড়ি স্ত্রী ও কন্যাকে একটি টোটোতে চাপিয়ে থানায় নিয়ে আসেন তিনি। থানার সামনেই মাটিতে লুটিয়ে পরেন বছর কুড়ির তরুনি তনু। এরপরই পুলিশের পরামর্শে স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া হাসপাতালে চলে আসেন রাজ কুমার। বর্তমানে চুঁচুড়া হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে মা ও মেয়ে। তুতো দাদাদের মারে জখম তনুর অভিযোগ দাদারা চুঁচুড়া থানার সিভিক ভলান্টিয়ার হওয়ায় তাঁদেরকে পুলিশ কিছু করবে না বলে হুমকি দিত। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।