কলকাতা , ১৩ নভেম্বর:- মালদায় শিয়ালের হামলায় গ্রামবাসীদের জখম হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্যের বন দফতর। ওই রিপোর্ট পাওয়ার পর ঘটনা নিয়ে মঙ্গলবার বিধানসভায় বিবৃতি দিতে পারেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। বনমন্ত্রী জানিয়েছেন হামলাকারী শিয়ালের দলটি বিরল প্রজাতির সোনালী শৃগাল। গোটা রাজ্যে এই প্রজাতির শিয়ালের সংখ্যা মেরেকেটে ৩০০। মালদা জেলার জগন্নাথপুরের জঙ্গলে এরকম প্রায় ৮০ টি শিয়াল রয়েছে। তাদেরই একটি দল এই হামলা চালাচ্ছে।
প্রসঙ্গত শুক্রবার বিধানসভায় নিজের এলাকায় শেয়ালের হানা ঠেকাতে রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তৃনমূল কংগ্রেস বিধায়ক তাজমূল হোসেন। তিনি জানান, স্থানীয় গ্রামবাসীরা এখনও আতংকে রয়েছেন। সম্প্রতি হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের হরদমনগর গ্রামে হঠাতই ২০-২২ টি শেয়ালের আক্রমনে কম করে ৪৮ জন গ্রামবাসী আহত হন। এর পরেই বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্যের বনদফতর।