এই মুহূর্তে কলকাতা

১৬ তারিখ স্কুল খোলার কথা মাথায় রেখে পুলকার গুলির খোঁজখবর নেওয়া শুরু পরিবহিন দপ্তরের।

কলকাতা , ১৩ নভেম্বর:- ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। যার প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। কিন্তু যেসব স্কুলগাড়ি রোজ ছোট ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দিত সেগুলির অবস্থা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। শুধু পড়ুয়াদের অভিভাবকরাই নন, এই বিষয়ে তত্পর হয়েছে রাজ্যসরকার। স্কুল খোলার পর স্কুলে পৌঁছাতে ছোট ছোট ছেলেমেয়েদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য পুলকার গুলির অবস্থান নিয়ে খোঁজখবর শুরু করেছে রাজ্যের পরিবহন দফতর। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, পৌনে দু’বছর পর নিজেদের ধুলো জমে যাওয়া গাড়িগুলোকে রাস্তায় নামানোর তোড়জোড় শুরু করেছেন পুলকার মালিকরা। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে মার্চ মাস থেকে আর গড়ায়নি পুলকারের চাকা।

ফলে এই পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ পেশা বদল করতে বাধ্য হয়েছেন। তবে গাড়ি মালিকদের বড় অংশই তাঁদের পুলকার চালাতে চান। তবে এজন্য সরকারের কাছে কিছু আর্জিও পেশ করেছেন তাঁরা। সেই আর্জি বিবেচনা করছে পরিবহন দপ্তর। পুলকার সংগঠনের দাবিপত্রে রাজ্য জুড়ে পারমিট এবং কর ছাড়ের দাবি অন্যতম। এ ছাড়াও প্রতি দু’বছর অন্তর ফিটনেস সার্টিফিকেট নবীকরণ এর নিয়ম বদল এবং জরিমানা মুকুব করার দাবিও করা হয়েছে। সঙ্গে পুলকার পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার দাবিও করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি ভাবনা চিন্তা করছে পরিবহন দফতর। পড়ুয়াদের পাশাপাশি স্বার্থের দিকটিও সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।