হাওড়া, ১২ নভেম্বর:- প্রথা মেনে বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সায়ংকালে প্রতিমার অধিবাস ও আমন্ত্রণ পুজোর মাধ্যমে এর সূচনা হয়। এরপর শুক্রবার সকাল ৬টায় পূর্বাহ্ণ পুজো হয়। এরপর সকাল ১১টায় মধ্যাহ্ন পুজো হয়। দুপুর ২টায় অপরাহ্ন পুজো হবে। বিকেলে হোম ও সন্ধ্যায় আরতির আয়োজন করা হয়েছে। গত ৭৭ বছর ধরে হয়ে আসছে এই জগদ্ধাত্রী পুজো। এবার সারদাপীঠের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল। রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রেই এই পুজো হচ্ছে। সারাদিনব্যাপী আজ পুজো হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এখানে পুজো হচ্ছে। কোভিডের কারণে পুজোয় ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার নেই। ভোগ ও প্রসাদ বিতরণ করা হবেনা।
মঠের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলে পুজোর সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন সারদাপীঠ হল রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের একটি শাখাকেন্দ্র। এই সারদাপীঠ বেলুড় মঠের একদম কাছে অবস্থিত। যেহেতু বেলুড় মঠে দূর্গাপুজো হয়। তাই তার শাখাপীঠে আলাদা করে দূর্গাপুজো হয় না। তাই তার বিকল্প হিসাবে এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। দূর্গাপুজো পৌরাণিক ও তান্ত্রিক মতের মিশ্রণে হয়। কিন্তু এখানে এই জগদ্ধাত্রী পুজো হয় তান্ত্রিক মতে। এখানে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে নীলকণ্ঠ মহাদেব আছেন। যেহেতু তান্ত্রিকমতে পুজো। তাই এটি শক্তির আরাধনা। শিব মানে শান্তি, মঙ্গল। তাই শক্তির আরাধনায় শিব না থাকলে সেটা অবিদ্যা শক্তি হয়। তাই এখানে মা জগদ্ধাত্রীর কাছে আছেন নীলকণ্ঠ মহাদেব। আজ তিন প্রহরের পূজায় সপ্তমী, অষ্টমী ও নবমী বিহিত পূজা হবে।