এই মুহূর্তে জেলা

বাজারের ব্যবসায়ীরাই নিজেরা উদ্যোগ নিয়ে ৫০ বছর ধরে জগদ্ধাত্রীর আরাধনা করে চলেছেন।

হাওড়া, ১২ নভেম্বর:- সবাই যখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে মাতামাতি করতে ব্যস্ত তখন শিবপুরের বাজার পল্লির জগদ্ধাত্রী পুজো প্রচারের আড়ালে থেকে তাদের দীর্ঘ ৫০ বছরের সফর পূর্ণ করল। এদের এবার ৫০তম বর্ষ। এতগুলো বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই পুজো করে আসছেন তারা। শিবপুর বাজারের অধিকাংশ ব্যবসায়ী সারা বছর ধরে তাদের সীমিত ক্ষমতায় কিভাবে এই পুজোকে সফলভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা করে থাকেন। এই পুজোর প্রধান আকর্ষণ হল দেবীর অন্নকূট উৎসব। অগণিত মানুষ এই অন্নকূট মহোৎসবে মায়ের ভোগ পেয়ে থাকেন। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হন নবমীর দিন মায়ের ভোগ পাওয়ার জন্য। এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোর উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কমিটির কোষাধ্যক্ষ বিশ্বনাথ বিশ্বাস জানান, ১৯৭২ সালে শুরু হওয়া এই পুজো আজও সেই একই রকমভাবে নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। ভোগের সাথে সাথে দরিদ্র মানুষদের বস্ত্রদান করা হয়। এবছর কোভিড বিধি মেনে বসিয়ে খাওয়ানোর বদলে প্যাকেটে করে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।