এই মুহূর্তে কলকাতা

মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল গৃহীত হলো আজ বিধানসভায়।

কলকাতা, ৩০ নভেম্বর:- মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল আজ রাজ্য বিধান সভায় গৃহীত হয়। বিল টি নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিধায়কদের মাইনের সঙ্গে সমতা রেখেই মন্ত্রীদের মাইনে বাড়ানো হচ্ছে। বিলটি আইনে পরিণত হলে পূর্ণমন্ত্রীরা পাবেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। অপর দিকে প্রতি মন্ত্রী দের বেতন বেড়ে হলো ১ লক্ষ ৪০ হাজার টাকা। এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন বিধান সভার স্পিকার ডেপুটি স্পিকার এবং বিরোধী দলের নেতা। মন্ত্রী প্রসঙ্গত জানান মুখ্য মন্ত্রীকে এই বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে।

এক তুলনামূলক পরিসংখ্যান দিয়ে অর্থ মন্ত্রী বলেন বেতন বাড়ানোর পর ও অন্যান্য রাজ্য থেকে এখানকার মন্ত্রীরা অনেক কম পাবেন। তিনি আরো বলেন যার ইচ্ছে হবে তিনি বাড়তি বেতন নেবেন। তবে সরকারের কাছে সব রেকর্ডই থাকবে। এর আগে বিল টি আলোচনার সময় বিজেপি দলের সচেতক মনোজ টিজ্ঞা এলাকা উন্নয়ন ফান্ডের টাকা বারবার দাবি জানান। বিজেপি সদস্য অশোক লাহিড়ী অবশ্য বিল নিয়ে কোনো আলোচনায় না গিয়ে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।