এই মুহূর্তে জেলা

মণিমোহন পেলেন নতুন দায়িত্ব।

হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করার পর দলের কনভেনর হিসেবে নতুন দায়িত্বভার দেওয়া হলো মণিমোহন ভট্টাচার্যকে। তাঁকে হাওড়া জেলা সদরের কনভেনার করা হলো। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্ব একথা জানান। মণিমোহন ভট্টাচার্য বহুদিন ধরেই বিজেপিতে রয়েছেন। বিভিন্ন নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। গত বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্রের কনভেনার ছিলেন তিনি। জেলাতেও অতি পরিচিত মুখ। মণিমোহন ভট্টাচার্য্য এদিন সংবাদমাধ্যমকে জানান, আসন্ন পুরসভা নির্বাচনে একসাথে দলীয় কর্মীদের নিয়ে লড়াই করতে হবে। বিজেপি দল সম্পর্কে নতুন কিছু বলার নেই।মানুষের আস্থা আছে। পুরনির্বাচনে লোকাল ইস্যু নিয়ে লড়াই করতে হবে। পরিষেবা পাওয়া না পাওয়া নিয়ে লড়াই। সুরজিৎ সাহাকে বহিস্কার প্রসঙ্গে তিনি বলেন এটা বিজেপির উচ্চ নেতৃত্ব ও শৃঙ্খলারক্ষা কমিটির বিষয়।তার এব্যাপারে কিছু বলার নেই।