কলকাতা, ১৫ মে:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের অভাবে পাঁচ মাসের শিশু পুত্রের দেহ ব্যাগে ভরে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে আগামী ৩১ শে মে’র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে।
অন্যদিকে কলকাতার ইকবালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যুর ঘটনারও রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন। কলকাতার পুর কমিশনার, ডিসি পোর্ট এবং সিএসসির ম্যানেজিং ডিরেক্টর কে ৩১শে মে’র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।