এই মুহূর্তে জেলা

বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে চলছে ত্রাণকার্য।

হাওড়া , ৩০ মে:- বর্তমানে চলছে কোভিড মহামারী। তার উপর প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব গিয়েছে বুধবার। এককথায় এই জোড়া বিপর্যয়ে জেরবার বাংলার অনেক জেলার মানুষ। এই জোড়া বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই কোভিড পরিস্থিতিতে এরাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে তাঁদের উদ্যোগে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে কোভিড রোগীদের চিকিৎসা ও আহরাদি সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঠের উদ্যোগে সেফ হোম করা হয়েছে । শুধু রোগী ও দরিদ্র অসহায় মানুষদের পাশেই নয়, সাধারণ মানুষের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা। পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলা ও ওড়িষার দুর্গত মানুষদের কাছে তাঁরা পৌঁছে দিচ্ছেন ত্রাণসামগ্রী।

এ সম্পর্কে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, মিশনের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে ওই ত্রাণকার্য করা হচ্ছে। যেমন বেলঘড়িয়া, ভুবনেশ্বর, কোঠার, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, মঠ চণ্ডীপুর, নরেন্দ্রপুর সারদাপীঠ ও টাকি প্রভৃতি কেন্দ্র থেকে ত্রাণকার্য আরম্ভ হয়েছে বলে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যখনই কোনও বিপর্যয় ঘটেছে তখনই বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাহায্য পেয়েছেন আর্ত মানুষেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।