এই মুহূর্তে জেলা

পুর নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো কর্মসূচি বামেদের।


হাওড়া, ৮ নভেম্বর:- অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো ও গণ ডেপুটেশন কর্মসূচি নিলো হাওড়া জেলা বামফ্রন্ট। সোমবার বিকেলে বঙ্গবাসী মোড়ে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরসভার গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বামফ্রন্টের এক প্রতিনিধি দল পুরসভায় এসে ডেপুটেশন দেন।

সোমবার বিকেলে বামফ্রন্টের তরফ থেকে বেশ কিছু দাবিদাওয়া নিয়ে হাওড়া পুরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তাদের দাবি ছিল অবিলম্বে পুরসভা নির্বাচন করাতে হবে। এছাড়াও ভাঙা রাস্তা মেরামতের দাবি, বেহাল রাস্তাঘাট, এবং ডেঙ্গুর দুর্ভোগ থেকে বাঁচানো প্রমুখ দাবিদাওয়া নিয়ে বামফ্রন্টের তরফ থেকে এদিনের বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। হাওড়া থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয় ব্যারিকেড। ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করলে বামফ্রন্ট সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।