কলকাতা, ৬ নভেম্বর:- করোনা ভীতি কাটিয়ে রাজ্যে স্কুল কলেজ খুলছে ১৬ নভেম্বর। এবার অফলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি শুরু হল বিশ্ববিদ্যালয় স্তরে। ক্যাম্পাস খোলা নিয়ে আগামী মঙ্গলবার ৯ই নভেম্বর বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐদিন সমস্ত বিভাগীয় প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দশটি ক্যাম্পাস ও বেশ কয়েকটি হোস্টেল রয়েছে। ইতিমধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলেও এত বড় বড় ক্যাম্পাসে কোভিদ বিধির যথাযথ ব্যবহার সুনিশ্চিত করাই এই মুহূর্তে কর্তৃপক্ষের কাছে মুখ্য লক্ষ্য। তাই উপস্থিতির হার ক্লাসের পদ্ধতি অফিসের কাজকর্ম গুলির জন্য নির্দিষ্ট পরিকল্পনা স্থির করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা নিয়ে ইতিমধ্যেই বেশকিছু পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। কুটার তরফে বলা হয়েছে ফাইনাল সেমিস্টার এর পড়ুয়াদের আপাতত অফলাইন থিওরি ক্লাসের নিয়ে আশা হোক। আর ল্যাবরেটরি শুরু হোক সকলের জন্য। হোস্টেলে ও ফাইনাল সিমেস্টারের ছাত্র-ছাত্রীদের রাখার ব্যবস্থা উপরে অভিমত দিয়েছেন তারা। কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এ ধরনের বৈঠকের দাবি জানিয়েছে ছাত্র সংসদ।
Related Articles
ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।
হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। […]
এবার থেকে সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার।
কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- বেআইনি বালি পাচারের কারণে পরিবেশ ও রাজস্ব ক্ষতি আটকাতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান পরিচালনার নতুন ব্যবস্থাপনা তৈরীর কাজ সম্পন্ন। নবান্নে আজ রাজ্যের নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবর মাস থেকে নতুন নীতি অনুযায়ী বালি তোলার কাজ শুরু হবে। মুখ্য সচিব […]
দোল উৎসবের দিনে বর্নময় প্রচার কামারহাটি ও উত্তর দমদমের সিপিএম প্রাথীর।
ব্যারাকপুর , ২৮ মার্চ:- দোল উৎসবকে হাতিয়ার করে রবিবার সাত সকালেই নির্বাচনী প্রচারে জোরকদমে নেমে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরা। এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী স্বায়নদীপ মিত্র ঢাকঢোল সহকারে নাচগানের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে রঙ মেখে এলাকায় এলাকায় জনসংযোগ করলেন। স্বায়নদীপ নিজেও যেমন রঙ মাখলেন, কর্মী-সমর্থকদেরও রঙ মাখিয়ে দিলেন। এদিন কামারহাটির […]