কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- গ্রুপ ডি পদে বাতিলদের জায়গায় কারা কাউন্সেলিংয়ে ডাক পাবেন, তাঁর সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় মোট ১ হাজার ৪৪৪ জন প্রার্থীর নাম রয়েছে। তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কমিশন। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাটি সম্ভাব্য এবং ভবিষ্যতে সংশোধন করা হতে পারে।
অপেক্ষমান প্রার্থীদের চূড়ান্ত তালিকা যথা সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। হাইকোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে ১ হাজার ৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল করা হয়েছে। সেই শূন্যপদগুলিতে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।