হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- নিয়ম না মেনে বহুতল নির্মাণের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিলেন এলাকার মানুষ। এই নিয়ে সেই সময় পোস্টারও পড়েছিল। এবার সেই বাড়িরই একাংশ ভেঙে ঘটলো দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জানা গেছে, গত বছর ২০২২ সালে এই নির্মীয়মাণ ওই বিল্ডিং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পোস্টারও পড়েছিল স্থানীয় এলাকায়। বৃহস্পতিবার ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের দেওয়ালের (পাঁচিল) একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার রায় বলেন, এদিন সকালে স্থানীয় এলাকার একটি বাড়ির ঘরের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে।
গত বছর এই বিল্ডিং তৈরির সময় থেকেই এলাকার মানুষ প্রশাসনের কাছে মাস পিটিশন দিয়েছিলেন। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের কাছে আরটিআই করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল বিল্ডিংটি দু’তলার (জি+১) অনুমোদন ছিল। কিন্তু ৩ তলা (জি+২) করা হয়েছিল। আরও বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু এলাকার মানুষের বাধায় তা শেষমেশ হয়নি। এদিনের দুর্ঘটনায় বিল্ডিংয়ের পাঁচিল পাশের বাড়িতে পাঁচিলে ভেঙে পড়ে। যদি মেঝেতে ভেঙে পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। এই ব্যাপারে হাওড়ার পুর প্রধান ডা: সুজয় চক্রবর্তী জানান, বিষয়টি তাঁর জানা নেই। যদি অভিযোগ আসে তাহলে অবশ্যই খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে ব্যবস্থাও নেওয়া হবে।