হাওড়া, ৩ অক্টোবর:- স্বস্তিকা পত্রিকার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের সংঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠের নবনির্মিত কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরএসএসের প্রধান ও সংঘচালক মোহন ভাগবত এদিন বিকেলে বেলুড় মঠে এসে উপস্থিত হন। তিনি প্রথমে মঠের মন্দির দর্শন করেন। দেখা করেন প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে।
বেলুড় মঠের অভেদানন্দ সভাগৃহে সাপ্তাহিক স্বস্তিকা পত্রিকার ৭৫বর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেন। একটি তিনি বিশেষ সংস্করণও প্রকাশ করবেন। দু’দিনের বঙ্গ সফরে বেলুড় মঠ ছাড়াও দক্ষিণেশ্বরেও কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। সোমবার সকালে কলকাতায় পৌঁছান তিনি। মঙ্গলবার সকাল থেকেই একাধিক কর্মসূচি ছিল তাঁর।