এই মুহূর্তে জেলা

চার উপনির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত হতেই কর্মীদের উল্লাস।

সুদীপ দাস, ২ নভেম্বর:- চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিজয় রথ স্পষ্ট হতেই পথে নামলো দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবীর উড়িয়ে শুরু হলো বিজয়োল্লাস। হুগলী-চুঁচুড়া পৌরসভার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মীরা সবুজ আবীর খেলায় মাতে। ব্যান্ড তাসার তালে তালে আনন্দ উৎসব শুরু করে তাঁরা। একে অপরকে সবুজ আবীর উড়িয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।