এই মুহূর্তে কলকাতা

এবারও রবীন্দ্র ও সুভাষ সরোবরে হবে না ছট পুজো।

কলকাতা, ২ নভেম্বর:- দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে ছটপুজো করেছিলেন কিছু পূণ্য়ার্থী। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে বলপ্রয়োগ করেনি পুলিশ এবং কেএমডিএ। তবে এবছর আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা এবং কেএমডিএ। এবং বিকল্প ঘাটগুলি নিয়ে জোরদার প্রচার শুরু হয়েছে এখন থেকেই।

চলতি বছর ১০ ও ১১ নভেম্বর ছটপুজো পালিত হবে। ওই দুই দিন গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং মহিলাদের পোশাক পরিবর্তনের অস্থায়ী ব্যবস্থা তৈরি করছে কলকাতা পুরসভা। কেএমডিএ’র তরফে জানানো হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে হোর্ডিং ও পোস্টার দিয়ে বিকল্প জলাশয়ের কথা জানানো হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যাতে ছটপুজোর দিনগুলি পুণ্যার্থী ওই বিকল্প জলাশয়ে রীতিনীতি পালন করেন। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, গঙ্গার ৩৭টি ঘাট এবং যোধপুর পার্ক, পোদ্দারনগর, আনন্দপুর ও পাটুলি মিলিয়ে মোট ১৭০টি ঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে। তাই এবার রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো।