এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি আরামবাগের মানুষ।

আরামবাগ, ৩১ অক্টোবর:- রবিবার থেকে চালু হলো লোকাল ট্রেন। পুর্বের ঘোষনা মতো লোকাল ট্রেন রাজ্যে চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। হুগলির আরামবাগ রেলস্টেশনও লোকাল ট্রেন ধরার জন্য যাত্রীদের দেখা যায়। তবে সকালের দিকে স্টেশন চত্বরে ভির কম থাকলেও বেলা বাড়ার সাথে রেল যাত্রী সংখ্যা আরামবাগ রেল স্টেশন বাড়তে থাকে।রাজ্যে দীর্ঘ পাঁচ মাস পরে রবিবার, ৩১ অক্টোবর থেকে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চলাচলের নির্দেশ থাকলেও তা মানা নিয়ে সংশয় দেখা গেছে। দেখা যাচ্ছে ৫০ শতাংশ যাত্রী ট্রেনে ওঠার কথা থাকলেও বহু ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না।তবে রেল কর্তৃপক্ষ সামাজিক দুরত্ব মানার জন্য সব রখম ব্যবস্থা করলেও বেশ কিছু রেল যাত্রী অসচেতন বলে এই ঘটনা ঘটছে।তবে সবাই যাতে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানে তা দেখার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

তবে স্থানীয় মানুষের অভিযোগ সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগের মুখে মাস্ক নেই। কর্মকর্তাদের তৎপরতাও কম। জানা গেছে, আরামবাগে বেশিরভাগ অফিস বন্ধ থাকায় যাত্রী সংখ্যা প্রথম দিনে কম। আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে যাত্রীসংখ্যা আরও বাড়ছে। সেক্ষেত্রে কর্মব্যস্ত দিনে রাজ্য সরকারের নির্দেশ মানা নিয়ে উদ্বিগ্ন সবাই। ভিড়ের ছবি কিছুটা হলেও আতঙ্ক বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এর আগে গত মে মাসে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে রাজ্যের তরফে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। তাতে বিপাকে পড়েন হাজার হাজার অফিসযাত্রী। ক্ষুব্ধ হয়ে কয়েকবার অবরোধ-বিক্ষোভে শামিল হন বহু মানুষ। তা সত্ত্বেও বারবারই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কোনোভাবেই লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। সেই সময় রাজ্যের তরফে বলা হয়, লোকাল ট্রেন চালু হলে আরও বাড়তে পারে করোনা।তবে এদিন থেকে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্য রেল যাত্রীরা।