উঃ২৪পরগনা, ২৫ ডিসেম্বর:- পানিহাটি উৎসবে এসে ববি হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছিলেন আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন আমরা আবাস যোজনায় কোনরকম দুর্নীতি বরধ্বস্ত করব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় আবার পুনর্বিবেচনার অর্ডার দিয়েছেন। তাই আবাস যোজনায় দুর্নীতি বিরোধীরা ধরেননি প্রেস মিডিয়া জানতে পারত না যদি আবাস যোজনা বেরিয়ে যেত। উত্তরপ্রদেশে বেরিয়ে গেছে অন্যান্য রাজ্য বেরিয়ে গেছে। আমাদের এখানে স্বচ্ছতা আছে। তাই মুখ্যমন্ত্রী বলেছেন আরেকবার করে রিভিউ করে নিয়ে তারপর ফান্ড ছাড়ো। তাই রিভিউ হচ্ছে তাতে যেগুলো অসামঞ্জস্য বা যাদের পাওয়া উচিত নয় তাদের নামগুলো কাটা হচ্ছে।
দিলীপ ঘোষের ভিকারি প্রসঙ্গে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে হুশ ছাড়া কথা বলে তাকে কি বলবো বাংলার মানুষ ভিখারী নয় মানুষ মাথা তুলে দাঁড়িয়ে আছে লক্ষীর ভান্ডার কন্যাশ্রী এগুলো হচ্ছে মহিলাদের আরো স্বয়ং সম্পন্ন হবার। আর সেই কাজটা করেছে বলেই আজকে ভারতবর্ষের ইকোনমিক্স স্তব্ধ হয়ে গেছিল লকডাউনের পরে তখন মহিলাদের টাকায় কাজে লেগেছিল। এটা বোঝার মতন শিক্ষা দিলীপ দার নেই। সত্যি কথা বলার সাহস তাদের নেই। যদি বলতে হয় শুভেন্দু অধিকারী শাল কম্বল দেবার নাম করে ৫০০০ লোককে ডেকে নিয়ে তিনজন মানুষকে পদকৃষ্ট করে মারল সেটা কি হচ্ছিল। কম্বলের লোভ দেখিয়ে সভায় লোক জড়ো করা হয়েছিল সেটা কি ভিক্ষাবৃত্তি নয়।