কলকাতা , ২০ সেপ্টেম্বর:- সাধারণ মানুষের হয়রানি কমাতে রাজ্য সরকার জমি-বাড়ির মিউটেশন বা নাম পত্তনের পদ্ধতিকে আরও সরল করেছে। এর ফলে চলতি বছরে গত দেড় মাসে মিউটেশনের পরিমাণ গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে জানানো হয়েছে। গত বছরপয়লা আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ দিনে যেখানে জমি বাড়ির মিউটেশনের সংখ্যা ছিল ৬.১৩ লক্ষ।
এবছর একই সময় তা বেড়ে ২০.২৮ লক্ষ হয়েছে বলে ওই দপ্তর জানিয়েছে। অর্থাৎ দৈনিক গড়ে ৭০- ৮০ হাজার আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।একটি আবেদনের এক বার শুনানির মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক করে এবং সদ্য সমাপ্ত দুয়ারে সরকার কর্মসূচিতে মিউটেশন সংক্রান্ত বহু আবেদনের নিষ্পত্তি করে এই সাফল্য মিলেছে বলে দাবি করা হচ্ছে।