Uncategorized এই মুহূর্তে জেলা

শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়। সোমবার হাওড়ার কোনা স্বাস্থ্যকেন্দ্রে পিসিভি ভ্যাক্সিনের ট্রেনিং হলো। নিউমোকক্কাল ব্যাকটেরিয়া শিশু অবস্থায় নিউমোনিয়া ও নানা ধরনের লাঙ্গসের সংক্রমণের কারণ।

যার ফলে শিশু বয়সে এই সংক্রমণের ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সেই সম্ভবনা ঠেকাতে এবার নিউমোকক্কাল কনজুগেটে ভ্যাক্সিন বা পিসিভি টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই কারণে এবার এই বিশেষ টিকাকরণের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই কারণেই স্বাস্থ্যকর্মীদের পিসিভি টিকাকরণের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।