এই মুহূর্তে জেলা

বাঁকুড়ায় দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

বাঁকুড়া , ১২ ফেব্রুয়ারি:- শুক্রবার পেট্রোল ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদীকে তীব্র আক্রমণ করলেন তিনি। আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দীনেশ ত্রিবেদী বিশ্বাসঘাতকতা করেছে নাটক করে আজ রাজ্য সভায় তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। ওনাকে কি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে প্রথম রাজ্যসভার সংসদ করে পাঠিয়েছিল 2009 সালে ক্যাবিনেট মিনিস্টার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়।

2019 এ অর্জুন সিং ব্যারাকপুরের টিকিট চেয়েছিল কিন্তু দিদি দীনেশ ত্রিবেদীকে শ্রদ্ধা করত উনাকে ভালোবাসতো তাই টিকিট দিয়েছিল কিন্তু উনি হেরে গিয়েছিলেন তারপর থেকে দিদির সাথে আর যোগাযোগ ছিল না। পরে আবার তাকে রাজ্যসভার সাংসদ করেছিল একটা মানুষকে আর কত দেবে। এরা হচ্ছে বিজেপির দালাল বিজিবির সঙ্গে তলে তলে প্লান্টেড ছিল। এদিনের প্রতিবাদ সভায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলে একাংশ।