এই মুহূর্তে জেলা

আটকে পড়া যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা রাজ্য সরকারের।

 

হাওড়া,২৬ মার্চ:- লকডাউনের জেরে হাওড়া স্টেশনে এসে আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। গত রবিবার এরা ব্যাঙ্গালোর থেকে ট্রেনে হাওড়া ফিরেছিল। এরপর থেকে এরা কার্যত আটকে পড়েছিল। এবার তাদের বাসে করে বাড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করল রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীরা মূলত অসমের গুয়াহাটি ও আশপাশের এলাকার বাসিন্দা। ব্যাঙ্গালোর থেকে ফিরেছিলেন তারা। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কার্যত এরা অসহায় হয়ে পড়েন। আটকে থাকা যাত্রীদের বক্তব্য, কীভাবে বাড়ি যাবেন কিছুই বুঝতে পারছিলেন না। বুধবার রাতে এদের জন্য তিনটি বাসের বন্দোবস্ত করা হয়। এদের কোচবিহার হয়ে অসম সীমান্তে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.